প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে দৈনিক পত্রিকার চলমান বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেক্সিমকো অফিসে নিউজ পেপার্স ওনার্স এসোসিয়েশন নোয়াব নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, দৈনিক দ্যা ডেইলিস্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ আরো কয়েকটি দৈনিকের সম্পাদকবৃন্দ।