প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশে অবাধ সুষ্ঠু ও
নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান নির্বাচনমুখী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। তবে সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। গতকাল দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশের উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। সেই লক্ষ্যে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান শামীমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এই সময় আরও উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সিনিয়ার এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল। এর পূর্বে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে সালমান এফ রহমান উপজেলার ভাঙাভিটায় এলাকায় জটিকা পরিদর্শনে যান।